![সেন্টমার্টিন থেকে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ সেন্টমার্টিন থেকে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/07-2502121916.jpg)
বর্জ্য
দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে ৯ মাসের জন্য পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা চলছে। দ্বীপটিতে বর্তমানে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সেন্টমার্টিন দ্বীপ ক্লিন-আপ প্রোগ্রামে প্রথম পর্বে দুই দিনে দ্বীপ থেকে ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় বলে জানায় টেকনাফ উপজেলা প্রশাসন।
সংগ্রহকৃত বর্জ্যসমূহের মধ্যে একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্লাস্টিক কাপ, প্লাস্টিক পানির বোতল, প্লাস্টিক স্ট্র, টুথপেস্টের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, চকোলেটের মোড়কসহ বিভিন্ন প্লাস্টিক বর্জ্য রয়েছে বলে জানায় প্রশাসন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সাসটেইনেবল অ্যালায়েন্স (বিএসএ)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শেষ হয় দুই দিন ব্যাপী সেন্টমার্টিন দ্বীপ ক্লিন-আপ প্রোগ্রামের ১ম পর্ব। যেখানে পরিচ্ছন্নতা কার্যক্রমে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের ২৬৬ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের ১ম পর্বটি শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ শপথবাক্য পাঠ করান টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। শপথবাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সেন্টমার্টিন দ্বীপ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারি সেন্টমার্টিন দ্বীপের মেরিন পার্কে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ১০ জন মাস্টার ট্রেনার। সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধ পরিকর।
প্রথম পর্বের পরিচ্ছন্নতা কার্যক্রমে সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণপাড়া, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা এবং ৪ ও ৫ নং ওয়ার্ডের আংশিক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। যেখান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের এই বিশেষ অভিযান শেষে স্বেচ্ছাসেবী দ্বারা প্রায় ৪১০ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে ধাপে ধাপে পুরো সেন্টমার্টিন দ্বীপে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
শহীদ