![আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে আজ যেসব জায়গায় বৃষ্টি হতে পারে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/news_1727591615924-1-2502110638.jpg)
ছবি : সংগৃহীত
দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
শিলা ইসলাম