ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ঢাকার বাতাস নাকি বিষ! 

প্রকাশিত: ১১:০০, ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকার বাতাস নাকি বিষ! 

ছবি: সংগৃহীত

প্রতিবছরই বিশ্বের বায়ু দূষণের তালিকায় প্রথম দিকেই থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটির নাম। কিন্তু চলতি বছর শীর্ষেই অবস্থান করছে দেশটির নাম। 

চলতি মৌসুমে শীতকালেও যেন দূষণের মাত্রা বেড়েই চলেছে। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন চলতি শীতে কোন প্রকার বৃষ্টি হয়নি বলে দূষণ এত বেড়েছে। 

এ নিয়ে আবহাওয়াবিদ তরিকুল নাওয়াজ কবির বলেন, 'শীতকালে অন্য সময়ের চেয়ে ধূলিকণা বা ধোয়া বাতাসে একটু বেশিই থাকে। আর চলতি বছর বৃষ্টি না হওয়ায় সেই ধূলিকণাগুলো আরও দূষণের মাত্রা বাড়িয়েছে।' 

এইদিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স এর তথ্য অনুযায়ী, রাজধানী এবং এর আশে পাশের বায়ুর অবস্থা ভয়াবহ। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাজধানী এবং আশেপাশে এলাকার মানুষদেরকে মাস্ক পরিধানের নির্দেশ দেয়া হয়েছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=1-sVCgGu9V8

শিলা ইসলাম

×