ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান যেখানে

প্রকাশিত: ০০:৫৪, ১৫ জানুয়ারি ২০২৫

এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান যেখানে

ছবি: সংগৃহীত

এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান ভারতের কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। কাশ্মীরের শ্রীনগরের পাহাড়ঘেরা ডাল হ্রদ লাগোয়া এই বাগানটি এশিয়ার সর্ববৃহৎ টিউলিপ বাগান হিসেবে পরিচিত। এটি ২০০৮ সালে স্থাপন করা হয়, এবং তখন থেকেই পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

 

এশিয়ার সবচেয়ে বড় এই টিউলিপ বাগানে ভ্রমণের জন্য ৫ বছরের বেশি বয়সী ভারতীয় পর্যটকদের জন্য প্রবেশমূল্য ৬০ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য ১৫০ রুপি নির্ধারণ করা হয়েছে।

বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে টিউলিপের মৌসুম শুরু হয়। বাগানে টিউলিপ ফুটে থাকে মাত্র তিন থেকে পাঁচ সপ্তাহ, তাই এই সময়টিতে লক্ষাধিক দেশি-বিদেশি পর্যটক বাগানটিতে ভ্রমণ করতে আসেন।

 

কাশ্মীরের এই টিউলিপ বাগানটি গড়ে তোলার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবী আজাদ। তাঁর উদ্যোগে এই বাগানটি শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রতিষ্ঠিত হয়।

প্রতিবছর মার্চ ও এপ্রিল মাসে এই টিউলিপ বাগান পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়। বাগানটি দেখতে আসা পর্যটকরা শুধু রং-বেরঙের টিউলিপই উপভোগ করেন না, বরং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যও উপভোগ করেন।

 

এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান হিসেবে ভারতের কাশ্মীরের এই বাগানটির খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি এখন শুধুমাত্র কাশ্মীর নয়, ভারত ও বিশ্বের একটি প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে।

 

 

 

 

 

তাবিব

×