ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অতিথি পাখির কলতানে মুখরিত মুকসুদপুরের চান্দা বিল

শরিফুল রোমান

প্রকাশিত: ২৩:০৪, ১৪ জানুয়ারি ২০২৫

অতিথি পাখির কলতানে মুখরিত মুকসুদপুরের চান্দা বিল

ছবি: জনকন্ঠ

শীতের মৌসুমে প্রতি বছর মুকসুদপুরের বিল চান্দা বিলে অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখির জলকেলি ও ডানা ঝাপটানোর আওয়াজে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। শীতের শুরুতে পাখিগুলো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হাওর, বিল ও জলাশয়ে ছুটে আসে। মুকসুদপুরের চান্দা বিলে আশ্রয় নেওয়া পাখিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শামুখ খোলা, রাজসরালি, কাস্তে চড়া, বালি হাঁস, পানকৌড়ি।

 

চান্দা বিলে আশ্রয় নেওয়া অতিথি পাখি, শীত শেষে গ্রীষ্মের শুরুতে ফিরবে আপন নীড়ে। এদিকে এসব অতিথি পাখি নিধনে বসে নেই শিকারিরা। শিকারিরা বেড় জাল, বিষ টোপসহ নানাভাবে এসব পাখি শিকার করে থাকে। কোথাও কোথাও প্রকাশ্যে বিক্রিও করে।

কবি মাহফুজ রিপন বলেন, পাখির কলকাকলিতে মুখরিত পাখির কিচির-মিচির শব্দ, ডানা ঝাপটানো, গাছের এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাওয়া, পানিতে ডুব সাঁতার খেলা দেখা যেন প্রকৃতিতে একেবারে হারিয়ে যাওয়া। প্রকৃতির এ দৃশ্য যারা দেখেননি তারা বুঝবেন না এর আনন্দ। পাখিদের অবিরাম খুনসুটি, ডানা ঝাপটে দলবেঁধে উড়ে চলা আর ডুব সাঁতার দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নামে তা টেরই পাওয়া যায় না।

 

শীত মৌসুমে বিলাঞ্চলে আশ্রয় নিবে অতিথি পাখি। কেউ পাখি নিধন করলে তাদের শাস্তির আওতায় আনতে দাবি জানিয়েছেন পাখিপ্রেমীরা।

তাবিব

×