শৈত্যপ্রবাহ
দেশের ১৩টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
এদিকে, দেশের উত্তরাঞ্চলে শীত বাড়ার পাশাপাশি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শনিবার (৪ জানুয়ারি) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী দিন রোববার (৫ জানুয়ারি)ও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া, আগামী কয়েকদিন ঘন কুয়াশার কারণে সারা দেশে কিছু স্থানে শীতের অনুভূতি বেড়ে যেতে পারে। কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে ব্যাঘাত ঘটতে পারে।
আর কে