ভারতের রাজধানী দিল্লি থেকে সরানোর প্রস্তাব দিয়েছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও দেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর।
দুদিন আগে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে তিনি পোস্ট করেন, “পুরো নভেম্বর থেকে মার্চ মাস যে শহরটা কার্যত বাসযোগ্য থাকে না, আর বছরের বাকি সময়টাও কোনও রকমে টিকে থাকা যায়– সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত?”
থারুর ১৮নভেম্বর এটা টুইট করেন। এদিন শহরের গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ‘বিপজ্জনক’ মাত্রার চেয়েও চার-পাঁচগুণ বেশি।
শীত পড়তে না পড়তেই যে শহরটা পুরু কালো ধোঁয়াশায় ছেয়ে যায়, কয়েক কোটি দিল্লিবাসী কাশি আর নাকমুখ জ্বালা করার উপসর্গে ভুগতে শুরু করেন এবং ভারতের রাজধানী বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে।
শশী থারুর প্রস্তাব লুফে নিয়ে অনেকে পরামর্শ দিচ্ছেন, ভারতের রাজধানীটা বরং চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের কোনও শহরেই সরানো উচিত।।
পাশাপাশি দূষণের যে তালিকায় দিল্লি নিয়ম করে শীর্ষে, সেই একই তালিকায় দ্বিতীয় বাংলাদেশের রাজধানী ঢাকা। শশী থারুর যে দিন বিশ্বের সবচেয়ে দূষিততম শহরগুলোর তালিকা টুইট করেছেন, সে দিনের হিসেবে দিল্লির ঠিক পরেই দ্বিতীয় স্থানে এসেছে ঢাকা।
তিন নম্বরে পাকিস্তানের লাহোর, চারে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো আর পাঁচে ইরাকের বাগদাদ। তবে থারুর এটাও জানাতে ভোলেননি, ঢাকা তালিকায় দু’নম্বরে এলেও দিল্লির দূষণের মাত্রা কিন্তু ঢাকার অন্তত পাঁচগুণ বেশি।
তানজিলা