কপ-২৯ এর উদ্বোধনী বক্তব্যে আলিয়েভ তেল ও গ্যাসকে "ঈশ্বরের উপহার" হিসাবে এবং পশ্চিমা দেশগুলো, এনজিও এবং বিশ্ব মিডিয়াকে স্পষ্টভাবে "ভণ্ড" বলে অভিযুক্ত করেন।
গত বুধবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্ব হুমকির মুখে থাকা দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলার সময় আলিয়েভ ফ্রান্স ও নেদারল্যান্ডসকে নিজেদের 'উপনিবেশ' বলে অভিহিত করেন এবং আধা-স্বায়ত্তশাসিত দ্বীপ নিউ ক্যালেডোনিয়ায় সাম্প্রতিক প্রাণঘাতী অস্থিরতার জন্যও ফ্রান্সকে দায়ী করেন তিনি।
ফ্রান্সের পরিবেশমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ের-রুনাচারের ফরাসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও তিনি তার সফর বাতিল করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল আলিয়েভের অভিযোগকে 'দুঃখজনক' অভিহিত করে বলেন, "এই অগ্রহণযোগ্য বিবৃতিগুলি সম্মেলনের জলবায়ু উদ্দেশ্য এবং আজারবাইজানের কপ-২৯ সভাপতিত্বের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করার ঝুঁকি নিয়েছে।‘’
ট্রাম্পের প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে ভূ-রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইতিমধ্যে ট্রাম্পের সম্ভাবনা সমমনা নেতাদের তাদের নিজস্ব জলবায়ু পদক্ষেপ পুনর্বিবেচনা করতে ভাবাচ্ছে।
গত বুধবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যাখ্যা না দিয়ে কপ-২৯ থেকে তাদের প্রতিনিধি দলকে প্রত্যাহার করে নিয়েছে।
পরে হাভিয়ের মিলির সরকারের একটি সূত্র জানায়, প্যারিস চুক্তি থেকে সরে আসার কথা বিবেচনা করছে আর্জেন্টিনা।
মিলি একজন জলবায়ু অস্বীকারকারী যিনি গ্লোবাল ওয়ার্মিংকে "সমাজতান্ত্রিক ধাপ্পাবাজি" বলে অভিহিত করেছেন।
তানজিলা