ধনী দেশগুলো বিশ্বকে তাপ নির্গমন কমাতে ৫০০মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করবে বলে কপ-২৯ সম্মেলনে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব প্রতিনিধিরা।
আজ শুক্রবার বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ এর প্রকাশিত ক্লাইমেট ট্রেসের বার্ষিক তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস ছাড়া বাকি সাতটি প্রদেশ থেকে ১০০ কোটি মেট্রিক টনের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। সাংহাই ২৫৬ মিলিয়ন মেট্রিক টন উৎপাদন করে এ তালিকার শীর্ষে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রতিষ্ঠিত সংস্থা আরও দেখায়, চীন, ভারত, ইরান, ইন্দোনেশিয়া এবং রাশিয়ায় ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার বেড়েছে এবং ভেনিজুয়েলা, জাপান, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দূষণের হার কমেছে।
জলবায়ু কর্মীরা বিশ্ব উষ্ণায়ণকারী জীবাশ্ম জ্বালানী ব্যবহারকারী দেশ ও সংস্থাগুলো বন্ধ করতে বিশ্বের অক্ষমতার কারণে হতাশ হয়ে পড়েছেন।
আজ শুক্রবার, টোটাল, বিপি, ইকুইনর এবং শেলসহ বিভিন্ন শীর্ষ তেল নির্বাহীরা সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, তারা টেকসই আধুনিক শক্তির অ্যাক্সেস প্রসারিত করতে এবং বিশেষত সাব-সাহারান আফ্রিকা ও এশিয়ার জনগণকে পরিষ্কার রান্নার অনুশীলনে রূপান্তরে সহায়তার জন্য 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।
তানজিলা