ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

বন্যপ্রাণীরা যাদেরকে বেশি ভয় পায়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৯, ৩ নভেম্বর ২০২৪

বন্যপ্রাণীরা যাদেরকে বেশি ভয় পায়

বন্যপ্রাণী

 এমন প্রাণী খুব কমই আছে সিংহকে ভয় পায় না। তবে আফ্রিকার সাভানা অঞ্চলে বসবাসকারী বন্য প্রাণীরা সিংহের চেয়ে মানুষকে বেশি ভয় পায় বলে জানিয়েছেন কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষক।

দক্ষিণ আফ্রিকার গ্রেটার ক্রুগার ন্যাশনাল পার্কে থাকা বন্য প্রাণীদের ১০ হাজারের বেশি ধারণ করা শব্দ বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, ৯৫ শতাংশ প্রাণীই সিংহের গর্জনের চেয়ে মানুষের শব্দে বেশি ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। কারেন্ট বায়োলজি নামের বৈজ্ঞানিক জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জীববিজ্ঞানী মাইকেল ক্লিঞ্চি জানিয়েছেন, সিংহ পৃথিবীর বৃহত্তম শিকারি। এরই সবচেয়ে ভয়ংকর হওয়ার কথা। আমরা মানুষ ও সিংহের তুলনা করছি। মানুষ ভয়ংকর না শিকারি হিসেবে সিংহ ভয়ংকর, তা বোঝার চেষ্টা করছি। বন্য প্রাণীদের ১০ হাজারের বেশি ধারণ করা শব্দ পর্যালোচনা করে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, আশপাশে অন্য প্রাণী থাকলেও জিরাফ মানুষের উপস্থিতি দেখে চমকে যায়, দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করে। চিতা, জেব্রা, হাতি, গন্ডারসহ বিভিন্ন প্রাণী মানুষের উপস্থিতিকে আক্রমণাত্মক হিসেবে বিবেচনা করছে। এ বিষয়ে বিজ্ঞানী লিয়ানা ওয়াই জ্যানেট জানিয়েছেন, সাভানা অঞ্চলের স্তন্যপায়ী প্রাণীরা মানুষের উপস্থিতি ভয় পায়। আর তাই এসব এলাকায় মানুষের উপস্থিতির কারণে প্রাণীগুলো বেশ আতঙ্কগ্রস্ত থাকে।

শহিদ

×