ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশিত: ২১:১৭, ১৪ জুলাই ২০২৪

সরকারি তিতুমীর কলেজে বৃক্ষরোপন কর্মসূচি

বৃক্ষরোপন কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজ ও গ্রীন মিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে।  

নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আকাশ তালুকদার বলেন যে, পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল দেয়। ফল দেয়। প্রতিটি ক্যম্পাসে যদি একজন ছাত্র একটি  গাছ লাগায় তাহলে ক্যাম্পাসে সবুজয়ান গড়ে উঠবে।

সাধারণ সম্পাদক সাব্বির হাসান রাহুল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রুপান্তরিত হবে যদি আমরা আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখি এবং আগামীতে ও নবীনরা এসে দেখবে ক্যাম্পাস মুখরিত সবুজঘেরায়।’

বিশ্বাস দর্শন বিভাগের শিক্ষার্থী তুষার বলেন, ‘আমাদের ক্যাম্পাস অনেকটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে আমরা পেয়েছি ১০ তলা বিশিষ্ট ভবন সহ ক্যাম্পাসে রাসেল পুষ্পকানন বৃক্ষরোপন মুগ্ধতায় এখন ক্যাম্পাস আগামীতে সোনার বাংলার স্মার্ট বাংলার পরিবেশ ও মুখরিত হবে।’

শহিদ

×