ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সংস্কৃতি সংবাদ

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমিতে ‘মুক্ত সুরের ছন্দ’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ৩০ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমিতে ‘মুক্ত সুরের ছন্দ’

আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলা একাডেমিতে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা

নূপুরের ছন্দ আর সুর তালের মেলবন্ধনে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শুরু হয় রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডমিতে মঙ্গলবার বিকেলে। একাডেমির  সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী এ আয়োজনের প্রতিপাদ্য ‘মুক্ত সুরের ছন্দ’। একাডেমির জাতীয় নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্যদিবসের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এ সময় তিনি বলেন, নৃত্যশিল্পীদের আজ উৎসবের দিন।

এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগী হয়েছে এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। নৃত্য এমন একটি শিল্প মাধ্যম যেখানে অনেকগুলো সংস্কৃতি অঙ্গনের চর্চা একসঙ্গে হয়। সেখানে অভিনয় আছে, নৃত্য আছে, সংগীত আছে এবং অন্যান্য মাধ্যমগুলোও সেখানে স্পর্শ করে। তাই নৃত্যকলা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক মাধ্যম। আমাদের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলি, আমাদের চর্চা হয়। সেই চর্চার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের রয়েছে।

নৃত্যকলা এরমধ্যে অন্যতম একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এর আগে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করেন, নৃত্য পরিচালনায় ছিলেন অমিত চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন।

সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় ছিলেন সৈয়দা শায়লা লিমা। ফিফা চাকমার পরিচালনায় আদিবাসী নৃত্য পরিবেশন করে তপস্যা। মিউজিকের সঙ্গে নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, নৃত্য পরিচালনা করেন মোফাসসল আলিফ। সমবেত নৃত্য ‘সেদিন আর কত, আমাদের নানান, আহ্বান’ পরিবেশন করে ভাবনা নৃত্যদল, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন।

মুনমুন আহমেদের পরিচালনায় রেওয়াজ পারফর্মেস স্কুলর শিল্পীরা বিদেশী লোক নৃত্য পরিবেশন করে। সমবেত নৃত্য ‘অন্তহীন’ পরিবেশন করে কাথ্যাকিয়া-দা সেন্টার অব আর্টস, নৃত্য পরিচালনায় ছিলেন এস এম হাসান ইশতিয়াক। নৃত্যসুরের শিল্পীরা সেলিনা হকের পরিচালনায় ভরতনাট্যম ‘পুষ্পাঞ্জলী’ পরিবেশন করে। নাইম খান ডান্স কোম্পানি পরিবেশন করে সমসাময়িক নৃত্য, পরিচালনা করেছেন আবু নাইম। সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করে দীক্ষা, নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি দাস।
বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে ‘বাংলাদেশের ঢোল’। এ ছাড়া নৃত্যে অংশগ্রহণ করে বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমির শিল্পীরা, নান্দনিক নৃত্য সংগঠন, নবীন নৃত্যশিল্পী, আটিস্ট্রি, নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র, কালারস অব হিল, বন্যা ললিতকলা একাডেমি, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নন্দন কলাকেন্দ্র, নৃত্যভূমি ও ঘুঙুর নৃত্যালাপ। আজ বুধবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৯টি দল।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার