
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এমবিএম অ্যালামনাই সোসাইটির ২৫ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে পারফর্ম করেন সংগীতশিল্পী প্রীতম হাসান। আরও পারফর্ম করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের ব্যান্ড অবয়ব ও তাজমিনুর। সম্প্রতি মিরপুরে নিজেদের ক্যাম্পাসে এমবিএম প্রোগ্রামের সিলভার জুবিলী উদ্যাপন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। জমকালো আয়োজনে ছিল শিশুদের নিত্য পরিবেশনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। এ ছাড়া ছিল র্যাফেল ড্র ও ডিজে। পরিচালনা করেন আভিলা। অনুষ্ঠান সমন্বয় করেন আগের কমিটির সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএনএম তানিম। আয়োজনে উপস্থিত ছিলেন ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে যোগ দেন অ্যালামনাই এবং তাদের পরিবারবর্গসহ ১৬০০ জন অতিথি।
প্যানেল