ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পুনমের ‘বৈশাখ এলো রে’

প্রকাশিত: ২০:২০, ১৬ এপ্রিল ২০২৫

পুনমের ‘বৈশাখ এলো রে’

পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী পুনম মিত্রের কণ্ঠে ‘বৈশাখ এলো রে’ শিরোনামের একটি গান। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইবনাত সালমা। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র নিজেই। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। গানটি প্রকাশের অল্প সময়ে এটি শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়ে। পুনম মিত্র বলেন, ‘পহেলা বৈশাকের দিন এ গানটি বিভিন্ন দিকে বাজতে শুনেছি। অনেকে আবার ফোন করেও জানান তারা গানটি শুনছেন। এটি আমার জন্য খুব আনন্দের বলতে পারি। আমি আশা করছি. গানটি আরও বেশি শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়বে।’

×