ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

লুইপার ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ১০ এপ্রিল ২০২৫

লুইপার ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’

জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। স্টেজ শোতে নিয়মিত ফোক গানের পাশাপাশি এখন টিভি শো এবং রেকর্ডেড ভার্সনেও লুইপা ফোক গান গেয়ে থাকেন। এরইমধ্যে আরটিভির ফোক স্টেশন সিজন সিক্সের জন্য লুইপা এই ফোক স্টেশনেরই পরিচালক নূর হোসেইন হীরার পরিচালনায় ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ গানটি গেয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ (আল আমিন)। ইউটিউবে গানটি প্রকাশের পর অভুতপূর্ব সাড়া পাচ্ছেন লুইপা। লুইপা বলেন, যেহেতু ছোটবেলায় আমি ফোক গান গেয়ে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছিলাম। তাই এখন আধুুনিক গানের পাশাপাশি ফোক গানেও মনোযোগ দিচ্ছি। শ্রোতা দর্শকের অনুরোধের কথা মাথায় রেখেই এখন ফোক গান করছি নিয়মিত। এরইমধ্যে কয়েকটা লাইভ শোও করেছি ফোক গানের। আর ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ গানটি আমি আগেও বিভিন্ন শোতে গেয়েছি। যে কারণে হীরা ভাই যখন আমাকে একটি ফোক গান গাইবার কথা বললেন তখন আমি এই গানটিই বেছে নেই। গানটির কথা ও সুর আমারই মন কাড়ে, শ্রোতাদেরও হয়ত তাই। খুব সুন্দর সংগীতায়োজন হয়েছে। সবমিলিয়ে পুরো আয়োজনটিই আমার কাছে ভালো লেগেছে। আমি কেমন গেয়েছি এটা আসলে শ্রোতা দর্শকের বিচার। তবে আমার চেষ্টার কমতি ছিল না।
এদিকে আগামীকাল শনিবার ও ১৪ এপ্রিল দুটো ভিন্ন স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন লুইপা। সিনেমায় লুইপার প্রথম এবং আলোচিত প্লে-ব্যাক ছিল ‘ধীরে ধীরে’ গানটি। এটি ‘পরাণ’ সিনেমার গান। পরবর্তীতে তিনি ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় ‘পাগল মন’ গানটি গেয়েছেন। সর্বশেষ লুইপা সরকারি অনুদানের সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’তে দুটি গান
গেয়েছেন। এই সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। লুইপার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত ফোক গান ‘এ কি প্রেমের প্রতিদান’। গানটি
লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতী। লুইপার সঙ্গে গেয়েছেন সাগর দেওয়ান।

×