
ইমরান মাহমুদুল
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নতুন সিনেমা মানেই ইমরানের গান। বেশ কয়েক বছর যাবতই প্লেব্যাকে একক আধিপত্য বিস্তার করে আসছেন। গেল ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে তিনটিতেই ইমরানের গান রয়েছে। এর মধ্যে মুক্তিপ্রাপ্ত ‘জিন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গানটি প্রকাশ পেয়েছিল ১৭ মার্চ।
প্রকাশের প্রথমদিন থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আনাচে-কানাচে, শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে সবার কাছেই ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। রিলসে, টিকটকেও গানটি লাখ লাখ বার আপলোড করেছেন শ্রোতা-দর্শক। রবিউল ইসলাম জীবনের লেখা ইমরান মাহমুদুলের সুর সংগীতে ‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান।
নিজের তিন গানের সাফল্যে ইমরান মাহমুদুল বলেন, এবারের ঈদ আমার সংগীত জীবনের অন্যতম সেরা ঈদ। একজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে তিন গানের জন্য সাড়া পেয়ে ভীষণ ভালো লাগছে। তিনটি গানেই ভার্স্যাটাইল ব্যাপার আছে। মায়াবী গানে অদ্ভুত এক মায়া কাজ করে। প্রশংসা, ভিউয়ের দিক দিয়ে কন্যা এগিয়ে আছে। রিলস, টিকটকে দুই লাখের ওপর আছে। ‘বন্ধুগো শোনো’ও দারুণভাবে গ্রহণ করেছে শ্রোতা।
সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে, এবারের ঈদ গানে গানে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা এক ঈদ। আমি কৃতজ্ঞ সকল গানের সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পীসহ সব দর্শক-শ্রোতার প্রতি। আগামীতে আরও ভালো ভালো গান করার অনুপ্রেরণা পেলাম।
এবারের ঈদে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা শাকিব খান-ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’-এও ইমরানের গান আছে। গানের শিরোনাম ‘মায়াবী’। এটি লিখেছেন রিতাম সেন। কম্পোজিসন করেছেন রাথিজিৎ ভট্টাচার্য্য। গেয়েছেন ইমরান ও কোনাল। ৩১ মার্চ ইউটিউবে প্রকাশিত এখন পর্যন্ত ২৮ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। যেহেতু বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সিনেমার গান এটি, তাই আশা করা যাচ্ছে এর শ্রোতাপ্রিয়তা আরও বাড়বে।
এবারের ঈদে আরও এক আলোচিত সিনেমা ‘জংলি’তে ইমরান ও কনা গেয়েছেন প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘বন্ধুগো শোনো’ গানটি। এটি শ্রোতা-দর্শকের ভালো লাগায় পরিণত হয়েছে। ২১ মার্চ প্রকাশিত গানটি ১৮ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তবে ‘মায়াবী’ ও ‘বন্ধুগো শোনো’র চেয়ে ভিউয়ার্সের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে ‘কন্যা’। জাজ মাল্টিমিডিয়া, ইমরান ও চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশিত এটি এরই মধ্যে ১ কোটি শ্রোতা-দর্শক পেরিয়েছে। সেই হিসেবে ‘কন্যা’ এবারের ঈদে সবার আগে কোটি পার হওয়া গান।