ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

জীবনের গান অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫, ২৯ মার্চ ২০২৫

জীবনের গান অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদী

বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী, সুরস্র্রষ্টা সৈয়দ আব্দুল হাদী নতুন গান গাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সহকারী নির্বাহী পরিচালক (হিসাব) জিয়াউল হাসান ও সংগীত পরিচালক, সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবু গেল দুই বছরেরও অধিক সময় ধরে চেষ্টা করছিলেন সৈয়দ আব্দুল হাদীকে দিয়ে নতুন গান করানোর জন্য। অবশেষে তাদের সেই চেষ্টা সফল হয়েছে। সৈয়দ আব্দুল হাদী দর্শক শ্রোতাদের জন্য নতুন চারটি গানে কণ্ঠ দিয়েছেন। আজম বাবুর পরিকল্পনা ও পরিচালনায় আগামী ঈদের দিন বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় ‘জীবনের গান’ নামক অনুষ্ঠানে প্রচার হবে। ‘জীবনের গান’ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন জীবন্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। আর গানগুলো ভিডিও আকারে চ্যানেল আইতে প্রচারের জন্য ভিডিও নির্দেশনায় ছিলেন আজম বাবু।
নতুন এই চারটি গান করা প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, আমিতো আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে আর নতুন গান করব না। কিন্তু সাগর, জিয়া আর বাবু আমাকে অনেকটাই জোর করেই গাওয়ালো। সত্যি বলতে কী তাদের অবশ্য আমার প্রতি ভীষণ আন্তরিকতার কারণেই আমি তাদের না করতে পারিনি। ওরা আমাকে এত ভালোবাসে, শ্রদ্ধা করে কেমন করেই বা না করি। তাছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের সঙ্গে আমার ষাট বছরের বন্ধুত্ব। কিছুদিন আগেই তার পাঠানো একটি গান আমার মনে লাগল। যেহেতু আমরা সমবয়সীও বটে। জীবনের ব্যাপারে আমাদের আবেগ অনুভূতি বলা যায় একজই রকম। সে কারণে ইচ্ছে হলো গানটা গাই। এভাবেই আসলে গানগুলো করা হয়ে গেল। ভালো লগেছে আমার কাছে, দর্শক শ্রোতারও ভালো লাগতে পারে। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাই। ‘জীবনের গান’ অনুষ্ঠানের শূটিং সম্পন্ন হয়েছে এসিআই গ্রুপের ‘ইয়ামাহা সেন্টার’-এ।  জিয়াউল হাসান বলেন, শ্রদ্ধেয় হাদী ভাই আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তার সান্নিধ্যে আসতে পারাই যেন জীবনের অনেক বড় প্রাপ্তি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন তাতে চ্যানেল আই পরিবার গর্বিত। চ্যানেল আইয়ের মাধ্যমেই দর্শক শ্রোতা আবারও তাকে নতুন গানে দেখতে পাবে। আজম বাবু বলেন, শ্রদ্ধেয় হাদী ভাইকে নিয়ে এমন একটি আয়োজন করতে পারছি এটা আমাদের জন্য সত্যিই ভীষণ ভালো লাগার।

×