ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

বিটিভিতে ১৩ ব্যান্ডের বিশেষ শো

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৯ মার্চ ২০২৫

বিটিভিতে ১৩ ব্যান্ডের বিশেষ শো

বিটিভি দর্শকদের মন মাতাতে ঈদে পর্দায় আসছে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড। মূলত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন দলগুলোর সদস্যরা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো।  ঈদের দিন সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন। ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। চাঁদ তারা সূর্য, নীলা, প্রিয়তম মেঘ, ধিকিধিকি, ফিরিয়ে দাও, দরদিয়ার মতো জনপ্রিয় গানগুলো শোনা যাবে তাদের কণ্ঠে। এই পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড সিম্ফনি, শুভযাত্রা, রক অ্যান্ড মেলোডি, নাটাই, পেন্টাগন, রেশাদ অ্যান্ড কিউ। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘ব্যান্ড শো’ উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

×