
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহানের এবারের বাংলাদেশের ঈদের দিনটা হয়তো কাতারেই কেটে যাবে। যদি ৩১ মার্চ ঈদ হয় বাংলাদেশে তবে সেদিন তিনি কাতারে শোতে থাকবেন। যদি এ এপ্রিল ঈদ হয় তবুও সময় কাটবে তার কাতারেই। কারণ সেখানে শো শেষে দেশে ফিরবেন ২ এপ্রিল। তাই এটা নিশ্চিত যে এবারের ঈদের দিন ঢাকাতে পরিবারের সঙ্গে থাকা হচ্ছে না শান্তা জাহানের। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে তিনি কাতারের উদ্দেশে রওনা হবেন বলে নিশ্চিত করেছেন শান্তা জাহান। তবে যাবার আগে শান্তা জানিয়ে গেলেন কাতারে থাকলেও তাকে দেখা যাবে বিভিন্ন চ্যানেলে ঈদ বিশেষ অনুষ্ঠানে। ঈদে টানা সাতদিন জিটিভির ‘তারা স্টার’, চ্যানেল নাইনের ‘ঈদ স্টার’ ও বাংলা টিভির ‘তারার ঈদ’ অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে শান্তা জাহানকে। দেশে থাকবেন না বিধায় শান্তা জাহান কোনো টিভির সরাসরি অনুষ্ঠানেরও দায়িত্ব নেননি। তবে তিনি নিয়মিত যাদের টিভি লাইভ শো করে থাকেন তাদের লাইভ শো করতেও পারেন ফিরে এসে এমনটাই জানালেন শান্তা জাহান। শান্তা জানান ফিরে এসে বাংলাভিশন ও মাই টিভির সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করতে পারেন।
এদিকে ২ এপ্রিল দেশে ফিরেই একদিন বিশ্রাম নিয়ে ৪ এপ্রিল নোয়াখালীত একটি শোতে অংশ নেবেন শান্তা জাহান। সেই শো’য়ে উপস্থাপনার দায়িত্বে আছেন তিনি। ঈদ অনুষ্ঠান, কাতার শো, ফিরে আসার পর ব্যস্ততা-এসব প্রসঙ্গে শান্তা জাহান বলেন, ‘এর আগেও কাতারে শোয়ের জন্য আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু ব্যাটে বলে হয়নি। এবারও ইচ্ছে ছিল না। কিন্তু তারপরও শেষ পর্যন্ত কাতার শোতে অংশগ্রহণ করছি। এবারই প্রথম কাতারে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে অংশগ্রহণ করতে যাচ্ছি।