
ইসরাত জাহান জুঁই। প্রজন্মের জনপ্রিয় লোকসংগীত শিল্পী। একজন গায়িকা হিসেবে জুঁইয়ের আজকের যে জনপ্রিয়তা তা একদিনে হয়নি। ছোটবেলা থেকেই গানে গানে দিন পার করতে করতে অনেক কষ্ট, অনেক শ্রম আর অধ্যবসায়ের পর জুঁই আজ শ্রোতা-দর্শকের কাছে প্রিয় একজন শিল্পী হয়ে উঠেছেন। একেবারেই নিজের একান্ত চেষ্টায় জুঁই তার আজকের অবস্থানে এসেছেন। তার মা আঞ্জুমান আরা বেগম দীপার কাছেই জুঁইয়ের গানে হাতেখড়ি। জুঁই বলেন, আমি শ্রোতা-দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের এই জুঁই। আমার স্বামী নজরুল ইসলাম রাজ আমাকে গানে অনুপ্রেরণা দেন। তবে তার আরও সহযোগিতা পেলে আমি আরও বহুদূর যেতে পারতাম। কারণ, গান ছাড়া আমি কিছুই বুঝি না। আমি গানকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই, আরও ভালো ভালো গান সবাইকে উপহার দিতে চাই। আগামী ঈদ উপলক্ষে জাহাঙ্গীর রানার লেখা ও সুর করা ‘প্রতিদান’ শিরোনামের একটি গান প্রকাশ করার কথা রয়েছে। জুঁই জানান, তার নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’ ও ‘জুঁই অফিসিয়ালস’র জন্য তাকে প্রতিনিয়ত নতুন নতুন গান করতে হয়। প্রতিমাসে দুই/তিনটি গান তাকে প্রকাশ করে যেতে হয়। কারণ তার চ্যানেল দুটো অনেক কষ্টে এখন প্রতিষ্ঠিত। কোনো গান প্রকাশ করলেই তা শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। যে কারণে গানের বাইরে আর কোনো কিছু নিয়েই তার ভাবনা নেই।