ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ঈদে তিন চ্যানেলে রুমানা ইসলাম

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২০ মার্চ ২০২৫

ঈদে তিন চ্যানেলে রুমানা ইসলাম

রুমানা ইসলাম

জনপ্রিয় সংগীত শিল্পী রুমানা ইসলামকে আগামী ঈদে তিনটি চ্যানেলে সংগীত পরিবেশন করতে দেখা যাবে। চ্যানেলগুলো হচ্ছে বাংলাদেশ  টেলিভিশন, নেক্সাস টিভি ও এটিএন বাংলা। বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ আয়োজন ‘গীতি আলাপন’-এ প্রখ্যাত সুরকার সংগীত পরিচালক মনোয়োর হোসেনে টুটুলের সঙ্গে প্রথমবার দ্বৈত গান পরিবেশন করতে দেখা যাবে রুমানা ইসলামকে। শফিক তুহিনের লেখা ও হাবিব ওয়াহিদের সুরে একটি  দ্বৈত গান পরিবেশন করবেন টুটুল রুমানা।  নেক্সাস টিভিতে ঈদ বিশেষ আয়োজন ‘গানের ওপারে’তে সংগীত পরিবশন  করবেন রুমানা। এই আয়োজনে বাবা খান আতাউর রহমানের লেখা সুর করা কিছু গান, মা মাহবুবা রহমানের গাওয়া কিছু গান ও নিজের গাওয়া মৌলিক কিছু গানও পরিবেশন করবেন বলে জানান রুমানা ইসলাম। যারমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘চেনা অচেনার ভিড়ে’, ‘যদি আর দেখা নাই হয়’, ‘আমার থাকত যদি পাখির মতো ডানা’, ‘আগুন জ¦ালাইসনা আমার গায়’ ইত্যাদি।
নেক্সাস টিভির আয়োজনে সংগীত পরিবেশন করে ভীষণ উচ্ছ্বসিত রুমানা ইসলাম। কারণ পুরো আয়োজনটিতে তিনি একাই সংগীত পরিবেশন করেছেন যা শ্রোতা দর্শকেরা আগামী ঈদে উপভোগ করতে পারবেন। এদিকে এটিএন বাংলায় ‘চায়ের চুমুক’ অনুষ্ঠানেও সংগীত পরিবেশন করতে দেখা যাবে রুমানাকে। এই আয়োজনে সঙ্গে থাকবেন তার মেয়ে সানিলা ইসলাম।
ঈদের আয়োজনগুলো নিয়ে রুমানা ইসলাম বলেন, এবারের ঈদটা কেমন যেন একটু অন্যরকমই লাগছে। কারণ এবারের ঈদে তিনটি চ্যানেলে আমার গান প্রচার হবে। এরমধ্যে প্রথমবার টুটুল ভাইয়ের সঙ্গে দ্বৈত গান করেছি। শফিক তুহিনের চমৎকার লেখা হাবিব দারুণ সুর করেছে। গানটি গাইতেও ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে। নেক্সাস টিভির আয়োজনটাও খুব ভালো হয়েছে। যেহেতু ঈদ বিশেষ অনুষ্ঠান।

×