
ছবি: সংগৃহীত
সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো তাদের আসন্ন যৌথ অ্যালবাম I Said I Love You First-এর আনুষ্ঠানিক ট্র্যাকলিস্ট প্রকাশ করেছেন, যা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৪ মার্চ), গোমেজ সামাজিক মাধ্যমে ১৪টি গানের তালিকা শেয়ার করেন, যা অ্যালবামের ২১ মার্চ মুক্তির আগে কৌতূহল আরও বাড়িয়েছে।
অভিনেত্রী ও গায়িকা গোমেজ একটি পোলারয়েড-স্টাইলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, "কিছু নতুন তথ্য ফাঁস করছি... বেনি ও আমি দারুণ উচ্ছ্বসিত আমাদের অ্যালবামের অফিসিয়াল ট্র্যাকলিস্ট শেয়ার করতে।" গানগুলোর মধ্যে রয়েছে ইতোমধ্যেই প্রকাশিত Scared of Loving You এবং Call Me When You Break Up, যেখানে গ্রেসি আব্রামস সহযোগী শিল্পী হিসেবে রয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছে Younger and Hotter Than Me, Ojos Tristes, Sunset Blvd এবং Don’t Take It Personally।
এই ঘোষণার কয়েকদিন আগে, গোমেজ একটি আসন্ন গানের ছোট্ট অংশ শেয়ার করেছিলেন, যেখানে একটি আকর্ষণীয় ডান্স বিট শোনা যায়। মনে করা হচ্ছে, এটি কেক-এর ১৯৯৮ সালের হিট গান Never There থেকে অনুপ্রাণিত। শেয়ার করা ভিডিওতে গোমেজ গানের একটি লাইন লিপ সিঙ্ক করে বলেন, "I’ma call you daddy, ’cause I know you like that.”
গত ডিসেম্বর মাসে বাগদান সম্পন্ন করা গোমেজ ও ব্লাঙ্কো প্রথমবারের মতো I Said I Love You First অ্যালবামের ঘোষণা দেন ভালোবাসা দিবসে। অ্যাপল মিউজিক ১-এ জেইন লো-কে দেওয়া এক সাক্ষাৎকারে গোমেজ বলেন, "এটি আমাদের সম্পর্কে একটি ছোট্ট ঝলক, কীভাবে আমরা একসঙ্গে এই অ্যালবামটি তৈরি করেছি, এবং এটি বানাতে আমরা কতটা উপভোগ করেছি ও একে অপরকে কতটা ভালোবাসি।"
অ্যালবামটি মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি, ফলে গোমেজ ও ব্লাঙ্কোর এই বিশেষ সংগীত প্রকল্পের জন্য ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে।
আবীর