ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রমজান উপলক্ষে আসছে কয়্যার বাংলার নতুন গান 

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ৩ মার্চ ২০২৫

রমজান উপলক্ষে আসছে কয়্যার বাংলার নতুন গান 

পবিত্র রমজান মাসের মাঝামাঝিতে মুক্তি পেতে যাচ্ছে কয়্যার বাংলার বিশেষ সংগীত পরিবেশনা। বাংলা সংগীতের এই ব্যতিক্রমী দলটি এবার কাজী নজরুল ইসলামের কালজয়ী গান “ও মোর রমজানের ওই রোজার শেষে “এই গানটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, অ্যাকাপেলা ধারায় উপস্থাপন করতে যাচ্ছে । কোনরূপ যন্ত্রানুষঙ্গ ছাড়া শুধুমাত্র কণ্ঠের সমন্বয়ে তৈরি এই পরিবেশনা শ্রোতাদের নতুন এক সংগীত অভিজ্ঞতা দেবে।

এর আগে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কয়্যার বাংলা উপহার দিয়েছিল “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানের সম্পূর্ণ অ্যাকাপেলা সংস্করণ। এই নতুন সংস্করণ টি শ্রোতাদের দারুণ ভাবে মুগ্ধ করে। সাধারণত, গানটির প্রথম কয়েকটি লাইনই বেশি প্রচলিত, তবে কয়্যার বাংলা সম্পূর্ণ গানটি পরিবেশন করে ভাষা সংগ্রামের ইতিহাস ও অনুভূতির গভীরতাকে নতুন করে তুলে ধরে।কয়্যার বাংলার প্রতিষ্ঠাতা তানভীর আলম সজীব বলেন, “ভাষা আন্দোলনের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতেই আমরা গানটির সম্পূর্ণ অ্যাকাপেলা সংস্করণ করেছি। এটি শুধুই সংগীত নয়, বরং ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

এই বিশেষ পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন তানভীর আলম সজীব, মাহমুদুল হাসান, সুকন্যা মজুমদার, ইউসুফ আহমেদ খান, মৌমিতা মুমু, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও ইসরাত জাহান মীম। এছাড়া, কণ্ঠ মিলিয়েছেন গানটির সুরকার শহিদ আলতাফ মাহমুদের কন্যা, শাওন মাহমুদ।

ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এবার রমজান মাস উপলক্ষে নতুন একটি সংগীত পরিবেশনা নিয়ে আসছে কয়্যার বাংলা। আসন্ন এই ভিন্ন ধারার পরিবেশনা শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করবে তেমনটাই প্রত্যাশা কয়্যার বাংলা পরিবারের।

মনোয়ার /রাজু

×