
চলতি সময়ে যে কজন অডিও গানে সুর ও সংগীত পরিচালনা করছেন তাদের মধ্যে বেশ এগিয়ে আছেন রোহান রাজ। নিজেকে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচয় দেবার জন্য তার ঝুড়িতে জমেছে এক ডজনের মতো গান। তার সুর-সংগীতে ‘মানুষ বড় স্বার্থপর’ গানটি শোনেনি এমন শ্রোতার সংখ্যা খুবই কম বলা চলে। এটি লিখেছেনও তিনি নিজেই। গানটি গেয়েছেন বাউল সুকুমার। এছাড়া তার সুর ও সংগীতে প্রথম কোটি ভিউয়ের গান সামজ ভাইয়ের কণ্ঠে ‘আমার সোনার ময়না পাখী’। এটিও শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। গত বছর তার সুর ও সংগীতে মোহাম্মদ মিলন ও পূজার কণ্ঠে ‘তোমায় ছেড়ে যাবো বলো কোথায়’, সালমার কণ্ঠে ‘দেখলে তোরে মন’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। ২০১৫ সাল থেকে রোহান সুর ও সংগীত পরিচালনা করছেন। এরমধ্যে তার সুর ও সংগীতে গেয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর, মনির খান, ক্লোজআপ তারকা সালমা, বিউটি, রিংকু, ফজলুর রহমান বাবু, এফ এ সুমন, ডলি সায়ন্তনী, কাজী শুভ, মোহাম্মল মিলন, কর্ণিয়া, রেহান রাসুলসহ আরও অনেকে।
সুর ও সংগীত নিয়ে রোহান রাজ বলেন, ‘ছোট্ট বেলা থেকে হাটে,মাঠে,ঘাটে গলা ছেড়ে সকল ধরনের বাংলা গান গেয়ে বড় হয়েছি। বড় হয়ে অনেক পেশায় জড়িয়ে ব্যার্থ হয়েছি। শেষ পর্যন্ত গানেই আমার জীবনকে সহজ করে দিয়েছে। তাই গানই আমার পেশা, নেশা, জীবন।’
সুর ও সংগীতের বাইরে রোহান নিজেও গান করছেন। তার কণ্ঠে ‘আমি কি ছিলাম এত মন্দ’, ‘বন্ধুরে তোর প্রেম অনলে’ ও ‘বাড়ির পাশে বন্ধুর বাড়ি’সহ কিছু গান শ্রোতাপ্রিয় হয়।বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, নিয়মিত বিভিন্ন শিল্পীর জন্য গান করছি। এরমধ্যে নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত আছি। সেখানে শুধু আমার গাওয়া গানই প্রকাশ করছি। আমি বাংলা গান নিয়েই আরও অনেক দূর যেতে চাই’।