ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

আবারও বিচ্ছেদের পথে হৃদয় খান? তৃতীয় সংসার নিয়ে গুঞ্জন

প্রকাশিত: ১৬:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আবারও বিচ্ছেদের পথে হৃদয় খান? তৃতীয় সংসার নিয়ে গুঞ্জন

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক হৃদয় খানের তৃতীয় সংসারেও ভাঙনের সুর শোনা যাচ্ছে। স্ত্রী হুমায়রার সঙ্গে আর এক ছাদের নিচে থাকছেন না তিনি।

গায়ক হৃদয় খানের পারিবারিক সূত্র জানিয়েছে, তার তৃতীয় স্ত্রী হুমায়রা তাকে ডিভোর্স দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হৃদয় খান বা হুমায়রার পক্ষ থেকে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পর কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাত্রা নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হুমায়রা। এই কারণেই তিনি হৃদয় খানকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

বহুদিন ধরেই এই দম্পতি আলাদা থাকছিলেন বলে জানা গেছে। হৃদয় খানের প্রতি নানা কারণে অসন্তুষ্ট ছিলেন হুমায়রা, যা শেষ পর্যন্ত তাদের সম্পর্কের ভাঙনের দিকে ঠেলে দেয়।

তবে বিচ্ছেদের বিষয়টি এখনও দুই পরিবার গোপন রেখেছে। হৃদয় খান নিজেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রসঙ্গত, মডেল অভিনেত্রী সুজানা জাফরকে  ২০১৫ সালের ১ আগস্ট বিয়ে করেন  হৃদয় খান। ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।এরপর পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয়। সেই সংসারও বেশিদিন টেকেনি।
এবং হুমায়রাকে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর বিয়ে করেন হৃদয় খান। হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে।

রাজু

×