ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

উপস্থাপনাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সারিকা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

উপস্থাপনাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সারিকা

সারিকা তাবাসসুম

উপস্থাপনাকে অনেকটা পেশাগত হিসেবে নিয়েছেন সারিকা তাবাসসুম। শুরুটা হয়েছিল চ্যানেল টুয়েন্টিফোরের কন্ট্রোলের উপস্থাপনার মধ্য দিয়ে। সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন। সারিকা উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে একজন উপস্থাপিকা হিসেবেই আগামী দিনগুলোতে নিজেকে আলোকিত করতে চান। বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করারও ইচ্ছা রয়েছে তার। সারিকা জানান, এরই মধ্যে কিছু নাটকে অভিনয়েরও প্রস্তাব এসেছে তার। তবে অভিনয়ে আগ্রহ থাকলেও মনের মতো গল্প এবং চরিত্র হওয়াটাও ভীষণ জরুরি।
সারিকা তাবাসসুম বলেন, আমি মূলত ক্যামেরার সামনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিশেষত উপস্থাপনা করতে আমার বেশি ভালো লাগে। কারণ একেকটা অনুষ্ঠানের রকম ধরন বুঝে আমাকে পোশাক যেমন পরিধান করতে হয় ঠিক তেমনি অনুষ্ঠানের ধরন বুঝেই তেমন মুডে অনুষ্ঠান উপস্থাপনা করতে হয়। এটা চ্যালেঞ্জিংও বটে। যে কারণে উপস্থাপনাতেই আমার আগ্রহ বেশি। তবে ইচ্ছা রয়েছে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকে অভিনয় করাও যেতে পারে। সারিকা জানান ছোটবেলা থেকেই তিনি স্কুল কলেজের সাংস্কতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। স্কুল জীবনে তিনি নাচও করতেন। চ্যানেলে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন স্টেজ শোতেও উপস্থাপনা করেন। তবে আগামীতে উপস্থাপনায় একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে চান তিনি।

×