![লিজার কণ্ঠে ভালোবাসা দিবসের বিশেষ উপহার— “তুমি এলে” লিজার কণ্ঠে ভালোবাসা দিবসের বিশেষ উপহার— “তুমি এলে”](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/800450-2-2502131821.png)
ফাল্গুন ও ভালোবাসা দিবসের আবহে প্রকাশিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী লিজা-র নতুন একক গান “তুমি এলে”। ভালোবাসার আবেগঘন এই গানটির কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, আর সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর। হৃদয় ছোঁয়া লিরিক, সুর এবং সংগীতায়োজনের সমন্বয়ে গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
লিজা আশা প্রকাশ করেছেন যে, গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এবং ভালোবাসা দিবসের আনন্দকে আরও রঙিন করে তুলবে।
গানটি শুনতে ও মিউজিক ভিডিওটি দেখতে ক্লিক করুন:
🔗 তুমি এলে – লিজা
রাজু