ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

ভালোবাসা দিবসে সালমার গান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে সালমার গান

সালমা

ভালোবাসা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ হচ্ছে সালমার দুটি গান। একটি গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’। গানের কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর সংগীত করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ।
‘জাদুরে মধুরে’ ছাড়াও ‘কী মন্ত্রণা জানেরে’ শিরোনামেরও একটি গান আসার কথা রয়েছে, জানালেন সালমা। এদিকে বৃহস্পতিবার গাজীপুরে একটি স্টেজ শোতে সংগীত পরিবেশন করেন সালমা। এছাড়াও আগামী কয়েকদিন নতুন চারটি গানের ভয়েজ রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন সালমা। এরপর আবারও আগামী ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন সালমা। নতুন গান প্রকাশ, ‘জাদুরে মধুরে’ এবং অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে সালমা বলেন, শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। দিনদিন এই গানের প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ বাড়ছে, এটাই ভালো লাগছে আমার। আর আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর সংগীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্যরকম লেগেছে। যে কারণে এই গান নিয়ে প্রত্যাশাও অনেক। এরমধ্যে বেশকিছু স্টেজ শোও হাতে আছে। আশাকরছি সবগুলো স্টেজ শো ঠিকঠাক মতো শেষ করতে পারব। এরপর আবার রোজার ঈদের পর স্টেজ শো। মাঝে নতুন কিছু গান করব। সবগুলো কাজ যেন ঠিকঠাক মতো শেষ করতে পারি, এজন্য সবার কাছে দোয়া চাই।

×