![গান আর অভিনয় নিয়েই আছেন বন্নি গান আর অভিনয় নিয়েই আছেন বন্নি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/bino-5-2502111539.jpg)
বন্নি হাসান
অভিনয় ও গান এ দুটো নিয়ে সমানতালে এগিয়ে যেতে চান বন্নি হাসান। সর্বশেষ ‘তিলোত্তমা’ নাটকে জয়ী চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লে-ব্যাক করেছেন। যেহেতু তিনটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন, প্লে-ব্যাক করেছেন এবং যথারীতি গানেও তার তালিম নেওয়া আছে।
তাই বন্নির ইচ্ছে আছে আগামীতে গানেও নিজেকে ব্যস্ত করার। মৌলিক গান প্রকাশের ইচ্ছে রয়েছে তার। বন্নি জানান এরইমধ্যে গিয়াস উদ্দিন সেলিমের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটা নিয়েও তিনি দারুণ আশাবাদী। বন্নি বলেন, যদিও খুব বেশি নাটকে অভিনয় করিনি আমি। কিন্তু বিশেষত তিলোত্তমাতে অভিনয়ের পর বেশ সাড়া পেয়েছি।
অভিনয়টা আমি মন দিয়ে করে যেতে চাই, কারণ অভিনয়টা ভীষণ উপভোগ করি আমি। আর গান যেহেতু ছোটবেলা থেকেই শিখে এসেছি। গানেও নিয়মিত হতে চাই। বন্নির মা বিলকিস বীথি ও নানু জবেদা খাতুনও বন্নিকে তার কাজে অনুপ্রেরণা দেন।
গেল বছর যতগুলো খ- নাটক প্রচারে এসেছে তারমধ্যে অন্যতম আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।
এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভর পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এই নাটকে অভিনয়ের পর বন্নি বেশ কিছুদিন পড়াশুনার জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলেন। এরপর ‘দমে দমে’সহ আরও কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। অভিনয়ে ফিরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন।