মেজবা উদ্দীন শরীফ
একাধারে একজন সংগীতশিল্পী ও অভিনেতা অ্যাডভোকেট মেজবা উদ্দীন শরীফ। পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের চৌকস আইনজীবী হলেও গান ও অভিনয় তাকে নেশায় পেয়ে বসেছে। সিডি চয়েস, ঈগল মিউজিক, সংগীতাসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে তার গাওয়া একাধিক গান। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে গীতিকার কবীর বকুলের কথায় ‘নিশ্বাসে বিশ্বাসে’ সঙ্গে গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা। অনুরূপ আইচের কথায় বৃষ্টির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ‘আমি তোমার মন’, ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’ ও ‘মনের স্মার্টফোন’। সালাহউদ্দিন সাগরের কথা ও এফএ প্রীতমের সুরে হিন্দি গান ‘প্রিয়া’। এতে সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু। এস কে সাগর সানের কথা ও সুরে ‘ভালোবাসি’, বাধন রাজের কথা ও সুরে ‘কত সুখে আছি আমি’, সালাহ উদ্দীন সাগরের কথা এবং আহমেদ সজীবের সুরে ‘বোঝে না সে বোঝে না’, এম আই মাসুমের কথা এবং সুর সংগীতে ‘শুধু আমার’। আখি চৌধুরীর কথা এবং মিলন খানের সুর সংগীতে ‘প্রেম’। তা ছাড়াও মেজবার নিজের কথা ও সুরে ‘একটু শোন’ ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’ ইত্যাদি। পাশাপাশি ‘রহস্যঘেরা প্রিয়তমা’ নামক একটি ওয়েবফিল্মে চিত্রনায়িকা মৌমিতা মৌর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সুপারের ছেলে মেজবা উদ্দীন শরীফ জানান, সুনামের সঙ্গে আইনি লড়াই করেছেন আলোচিত চার খুনের মামলা বাদী পক্ষে, নড়াইলের এসপি জসিম উদ্দীনের বিরুদ্ধে এসিডদগ্ধ মামলায় লড়েছেন তানিয়ার পক্ষে। আলোচিত ইডেন কলেজের মামলা, আলোচিত মিমের মামলা, শেরপুরের মেয়রের মামলা। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশীর মামলা এবং সংগীত পরিচালক এমএ রহমানের মামলাসহ অসংখ্য মামলার আইনি লড়াই করেছেন তিনি।