![উন্মুক্ত কনসার্টে জেমস উন্মুক্ত কনসার্টে জেমস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/14-2501251445.jpg)
মাহফুজ আনাম জেমস
নগর বাউল তারকা মাহফুজ আনাম জেমস এ বছরে প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট। চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ গালা নাইট কনসার্ট শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমণি হয়ে উপস্থিত হবেন জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।
কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচার। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল। আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।
উন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা। এ কনসার্টের প্রধান আকর্ষণ জেমদের দল নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, চট্টগ্রামের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর আবেগের। সেখান থেকে আমন্ত্রণ আসলে ছুটে যেতেই হয়। চট্টগ্রামের শ্রোতার সামনে সব সময় নগর বাউল নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না।
প্রসঙ্গত, শনিবার পঞ্চগড়ে কনসার্ট করে নগর বাউল।