ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

"আমি হারিনি": ক্যানসার জয় করে সাবিনার মঞ্চে ফেরা

প্রকাশিত: ০১:৫৪, ২৩ জানুয়ারি ২০২৫

জনপ্রিয় গায়িকা সাবিনা ইয়াসমিন ২০০৭ সালে ওরাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে সঙ্গীতজগতে ফিরলেও ২০২২ সালে আবারও ক্যানসারে আক্রান্ত হন। বাংলাদেশ জেনারেল হাসপাতাল ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার ও রেডিওথেরাপি গ্রহণের পর তিনি ধীরে ধীরে সুস্থ হন।

সম্প্রতি এক অডিও বার্তায় সাবিনা জানান, এই লড়াই ছিল এক কঠিন জীবনযুদ্ধ। আল্লাহর রহমত, দেশবাসীর দোয়া এবং বন্ধু মিলিয়া সাবেদের সহযোগিতায় তিনি এই সময় পার করেছেন। দীর্ঘ বিরতির পর সাবিনা আবারও গানে ফিরছেন। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় স্টেজ শো এবং চট্টগ্রামে আরেকটি শোতে তিনি অংশ নেবেন।

সঙ্গীত জীবন শুরু করা এই গায়িকা এখনও প্রতিদিন রেওয়াজ করেন এবং স্টেজ শোর পাশাপাশি নতুন গানের রেকর্ডিংও করবেন বলে জানিয়েছেন। ছয় দশকের সঙ্গীত জীবনে সাবিনা ইয়াসমিন একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং দেশের সঙ্গীত ইতিহাসে অমর হয়ে আছেন।

রাজু

×