ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

‘প্রেমের টানে’ তানজিব

আনন্দকণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪২, ১৫ জানুয়ারি ২০২৫

‘প্রেমের টানে’ তানজিব

নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। আজ প্রকাশ হবে তার ‘তোর প্রেমের টানে’ শিরোনামে একটি গানের ভিডিও। এতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন অবন্তী সিঁথি। গানটির কথা ও সুর করেছেন তানজিব সারোয়ার। সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। গানচিত্রে মডেল  হয়েছেন তানজিব সারোয়ার ও মারিয়া হোসেন। ভিডিও  নির্মাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে।  
গানটি প্রসঙ্গে তানজিব সারোয়ার বলেন, অবন্তীর সঙ্গে ‘গা ছুঁয়ে বলো’ গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। তাই শ্রোতাদের জন্য আমাদের নতুন গান। কথা ও সুরের বাইরে এটির দৃশ্যায়নেও দর্শক-শ্রোতারা  নতুনত্ব পাবেন। আমি আশা করছি আগের মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।
অবন্তী সিঁথি বলেন, গানটির কথা ও সুর বেশ অন্যরকম। আমার গাইতেও বেশ ভালো লেগেছে। আমাদের এ গানটি দর্শকদেরও অনেক ভালো লাগবে বলেই বিশ্বাস।
এদিকে তানজিব এখন ব্যস্ত সময় পার করছেন  কিছু গানের কাজ নিয়ে। অন্যদিকে অবন্তী সিনেমা, সিরিজ ও নাটকের গানে সরব রয়েছেন।

×