ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিটিভির হীরক জয়ন্তীতে গাইলেন তারা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭, ২৩ ডিসেম্বর ২০২৪

বিটিভির হীরক জয়ন্তীতে গাইলেন তারা

বিটিভির হীরক জয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের একটি গান একসঙ্গে গাইলেন রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, আলম আরা মিনু, মুহিন খান, সাব্বির জামান ও স্বরলিপি। গানটি রচনা ও সুর করেছেন নন্দিত গীতিকার, সুরকার মিল্টন খন্দকার। গানের শুরুটা এমন, ‘দুচোখ ছাড়াও তোমার চোখে দেখেছি জগতের সব, তোমার মাঝেই লাল সবুজের অস্তিত্বের অনুভব।’ আগামীকাল ২৫ ডিসেম্বর বিটিভির প্রতিষ্ঠার ষাট বছর। এই দিন থেকেই বিটিভির পিলার সং হিসেবে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি প্রচার হবে। এবারই প্রথম বিটিভিকে নিয়ে এই ধরনের গানের সৃষ্টি হয়েছে। গানটি প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, বিটিভি আমাদের প্রাণের চ্যানেল। এই চ্যানেলের প্রতি রয়েছে আমাদের অন্য রকম ভালোলাগা, ভালোবাসা। রয়েছে আত্মার টান। তাই এই চ্যানেলে যখনই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখনই নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করে। মুহিন খান বলেন, এতদিন পরে হলেও এমন একটি গানের সৃষ্টি হওয়ায় ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইকে এমন চমৎকার একটি গান লেখা ও সুর করার জন্য। আমরা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সবারই ভালো লাগবে। সাব্বির জামান বলেন. বিটিভিতে বহুবার নানা ধরনের অনুষ্ঠানে গান গেয়েছি। কিন্তু এই ধরনের গান এবারই প্রথম গাইলাম। খুব সুন্দর একটি গান হয়েছে। আমরা সবাই মিলে গানটিকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছি। স্বরলিপি বলেন, এই গানের যিনি উদ্যোক্তা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের প্রতি এমন চমৎকার একটি গান করার জন্য।

×