ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এত কেন রেগে গেলেন গায়িকা?মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

প্রকাশিত: ১৫:৫২, ২৩ ডিসেম্বর ২০২৪

এত কেন রেগে গেলেন গায়িকা?মাঝপথে কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

মোনালি

সদ্য বারাণসিতে শো করতে গিয়েছিলেন মোনালি ঠাকুর। কিন্তু সেখানে মাঝপথেই কনসার্ট থামিয়ে বেরিয়ে আসতে হয় গায়িকাকে। আয়োজকদের বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থাপনার অভিযোগ এনে ‘দায়িত্বজ্ঞীন’ বলে কটাক্ষ করেছেন মোনালি। 

মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য বারাণসীর শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। মোনালি বলেন, “অনুষ্ঠানটা করার জন্য আমরা ভীষণ চেষ্টা করেছি। কারণ আপনারা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসেছেন, তাদের সবার কাছে আমি কৈফিয়ত দিতে বাধ্য। তাই না? কারণ এরপর আপনারা আমাকেই দোষ দেবেন। আশা করি আমি একদিন সেই জায়গায় পৌঁছাব, যখন আমি নিজেই শোয়ের সব দায়িত্ব নিতে পারব। 

আর কে

×