ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিরকুটে ভাঙন!

প্রকাশিত: ০২:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪

চিরকুটে ভাঙন!

চিরকুটে ভাঙন!

জনপ্রিয় ব্যান্ড চিরকুট আবারও ভাঙনের মুখে পড়েছে। পুরোনো সদস্যদের অনেকেই দল ছেড়ে একক ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে গেছেন। তবে দলের হাল ধরে রেখেছেন প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি।

গতকাল (শনিবার) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে গান পরিবেশন করে চিরকুট। দর্শকরা টের পেয়েছেন, চিরচেনা সেই চিরকুট আর নেই। সুমির কণ্ঠসঙ্গী হয়ে বাজছিল নতুন সদস্যদের বাজানো যন্ত্রসংগীত। ড্রামসে দ্বীপ রায়, কিবোর্ডে ইয়ার হোসেন, গিটারে শুভ্র, ইলেকট্রিক গিটারে দিব্য নাসের, বেজে ইশমাম এবং ম্যান্ডেলিনে প্রান্তের বাজনা শোনা গেছে।

ব্যান্ডের পুরাতন সদস্যদের অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন তোলা হলো, সুমি কোনো মন্তব্য করতে রাজি হননি। অনুসন্ধানে জানা গেছে, একাধিক সদস্য নিঃশব্দে দল ছেড়েছেন। ব্যান্ডসংগীতের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, সদস্যরা একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে দল ছেড়ে গেছেন।

চিরকুটের সাবেক এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের নিজেদের ভুলের কারণে দলে থাকতে পারিনি। নিজেদের স্বার্থপরতা এবং লোভের কারণে আমরা দলটির ক্ষতি করেছি। কনফ্লিক্ট অব ইন্টারেস্টই ছিল দলের ভাঙনের প্রধান কারণ।”

চিরকুটের ভাঙন নতুন কিছু নয়। দলটির প্রথম বড় ধাক্কা আসে পিন্টু ঘোষের বিদায়ের মাধ্যমে। এরপর ইমন চৌধুরীর বিদায় এবং দিদার ও নিরবের প্রস্থান দলটিকে আরও দুর্বল করে তোলে। সম্প্রতি ড্রামার পাভেল অরিন লন্ডনে পাড়ি জমিয়েছেন, যার ফিরে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

তবু এই ভাঙাগড়ার মধ্যেও চিরকুট নিয়ে এগিয়ে যাচ্ছেন সুমি। ভাঙনের গুঞ্জনের মধ্যেই দলের নতুন গান শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে।

আশিকুর রহমান

×