লোকগানে দর্শককে মুগ্ধ করলেন উদীয়মান লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্। রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত একক এ সংগীত সন্ধ্যায় শিল্পী নিপা শুরু করেন একে এম দিদার উদ্দিন সেলিমের কথা ও সুপ্রিম চৌধুরীর সুর করা ‘তুমি আমার আকাশের চাঁদ’ গানটি দিয়ে। চমৎকার গায়কী দিয়ে নিপা আহমেদ সারাহ একে একে অনুষ্ঠানে একুশটি লোকসংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মঞ্চ অভিনতা, কবি, গীতিকার ও জাতীয় পর্যায়ের উপস্থাপক একেএম দিদার উদ্দিন সেলিম। ‘মিলন হবে কত দিনে’ লালনগীতির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক আসাদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত শিল্পী আবু বক্কর সিদ্দিক, আশরাফ উদাস এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। অনুষ্ঠানটির সংগীত পরিচালনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।
নিপার গানে মুগ্ধ দর্শক
শীর্ষ সংবাদ: