ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিটিভিতে দুর্নীতির অভিযোগে শিল্পীদের ১২ দাবি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

বিটিভিতে দুর্নীতির অভিযোগে শিল্পীদের ১২ দাবি

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৬০ বছরে পদার্পণের প্রাক্কালে প্রতিষ্ঠানটিতে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ। শিল্পীদের সম্মানী পৃথকে ভ্যাট কাটা বাতিল করাসহ ১২ দাবি জানানো হয় সংগঠনের পক্ষ  থেকে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘৬০ বছরের বিটিভি, ডুবছে বিটিভি, বাঁচাও বিটিভি’ প্রতিপাদ্যে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। দাবিগুলো হচ্ছেÑ সব স্টেক হোল্ডারদের ভেতর থেকে মেধাবীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সংস্কার কমিটি গঠন করতে হবে। বিটিভিতে তালিকাভুক্ত শিল্পী, কলাকুশলীসহ সবার শিল্পী সম্মানী শতভাগ বাড়াতে হবে। শিল্পীদের সম্মানী থেকে ১০ শতাংশ ভ্যাট  কর্তন অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিটি অনুষ্ঠানের বাজেট শিট উন্মুক্ত করে জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তালিকাভুক্ত সব শিল্পী, কলাকুশলী, সুরকার, গীতিকার, বাদ্যযন্ত্রী ও অভিনেতাসহ সব পর্যায়ের শিল্পীদের গ্রেড ও নীতিমালা অনুযায়ী বিটিভির সব অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিল্পীদের পেমেন্ট বা-শিল্পী সম্মানী অনুষ্ঠানের দিন রেকর্ডিং শেষে সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক বিষয়ে দ্রুত গ্রেডেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টাকার বিনিময়ে এবং তদবিরে নিম্নমানের শিল্পী ও তালিকাভুক্ত নয় এমন শিল্পীদের অনুষ্ঠানে অংশগ্রহণ বন্ধ করতে হবে। শুধু কাগুজে অনুষ্ঠান তৈরি করে (যা প্রচার হয় না কিন্তু বাজেট হয়) যে টাকা লুটপাট করা হয়েছে, তা তদন্ত করে চিহ্নিত দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা কেন্দ্রের বাদ্যযন্ত্রী শাখার সিন্ডিকেট ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিটিভির অডিশনের নীতিমালা ভঙ্গ করে সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম নিয়মবহির্ভূতভাবে সংগীতশিল্পীদের যে অডিশন সম্পন্ন করেছেন এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২০২২-২৩ অর্থবছরে ঢাকা কেন্দ্রে নিয়মবহির্ভূতভাবেও অনুমোদন ছাড়াই ১৩ কোটি ২৮ লাখ টাকা অতিরিক্ত খরচ দেখিয়ে মাহফুজা আক্তারের নেতৃত্বে মোল্লা আবু তৌহিদসহ সিন্ডিকেটের সদস্যরা মিলে যে লুটপাট করেছে তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা জানাতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক এবং সংগঠনটির আহ্বায়ক শেখ সাদী খান প্রমুখ।

×