অভিনেত্রী মাহিয়াজানা স্পর্শি। ইউটিউবে আজ প্রকাশ হবে তার অভিনীত ‘দাবাঘর’ শিরোনামের একটি নাটক। আলামিন জমাদ্দার সবুজ প্রযোজিত রাগিব রায়হান পিয়াল নির্মিত এ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে কাজ করেছেন তিনি। নাটকটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নায়িকা। তার ভাষ্য, খুবই চমৎকার একটি গল্পের নাটক এটি। নামটিও অন্যরকম বলতে পারি। আমি আশা করছি নাটকের গল্পটি দর্শকের মনে দাগ কাটবে।’ চলতি বছরেই স্পর্শি নাট্যজগতে প্রথম পা রাখের। এরমধ্যে প্রায় ১০টির মতো নাটক করা হয়েছে তার। চ্যানেল আইয়ে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ফুলকুমার’ সিরিয়ালে এ কাজ করছেন তিনি। এ ছাড়া, আখম হাসান, সিয়াম মৃধা, আলিফ চৌধুরীসহ আরও অনেক-এর সঙ্গে জুটি বেঁধেছেন এ গ্ল্যামারকন্যা। ছোট থেকেই নাচ গান ও অভিনয় এর প্রতি প্রচণ্ড ঝোক থেকেই অভিনেত্রী হওয়ার প্রয়াস ছিল স্পর্শির। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। অভিনয়ের পাশাপাশি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সিএসইতে অনার্স করছেন নায়িকা।
মোহাম্মদ আলী