ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মুত্তালিব বিশ্বাসের গানে মুগ্ধ শ্রোতা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ৩০ নভেম্বর ২০২৪

মুত্তালিব বিশ্বাসের গানে মুগ্ধ শ্রোতা

সংগীত পরিবেশন করেন মুত্তালিব বিশ্বাস ও তার কন্যা বিশ্বাস করবী ফারহানা

গানে গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করলেন গুণী সংগীতজ্ঞ শিল্পী মুত্তালিব বিশ্বাস। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার শিল্পীর একক সংগীতসন্ধ্যার আয়োজন করে দেশের সংগীত বিষয়ক একমাত্র পত্রিকা সরগম। ৯০ বছর বয়সেও তিনি ৫০০ বছর আগের পদাবলি কীর্তন থেকে শুরু করে প্রায় ৭০ বছর আগের আধুনিক গান পরিবেশন করে হলভর্তি দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেন। শিল্পীর নবতিতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে স্মারক ক্রেস্ট প্রদান করেন সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, নির্বাহী সম্পাদক উল্কা হোসেন এবং নজরুল সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী।  শুরুতেই রসূল নামের একটি ইসলামী গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন।

পরে একে একে পরিবেশন করেনÑ ‘আমার গহীন গাঙের’, ‘মাধবী রাতে’, ‘বৃষ্টি এনে দাও’, ‘মরুর ধূলি হায়’, ‘আমি দুরন্ত’, ‘জানি জানি গো’, ‘পৃথিবী আমারে’সহ কালজয়ী গান। অনুষ্ঠানে সবশেষ গান ছিল অতিন্দ্র মজুমদারের লেখা গণনাট্য সংঘের একটি অত্যন্ত জনপ্রিয় জাগরণী সংগীত ‘এই মৃত্যুর সমুদ্র পার হয়ে ভাই আকাশের সীমানা যে নাই।’

×