জিনিয়া জাফরিন লুইপা
সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক গানই করেন। তবে তিনি ফোক গানেও অনবদ্য। সম্প্রতি প্রকাশ হলো তার গাওয়া ফোক গান ‘এ কি প্রেমের প্রতিদান’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতী। গানটিতে লুইপার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাগর দেওয়ান। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, গানটি করার জন্য মূলত আনিস রহমান ভাই আমাকে প্রথম বলেছিলেন। বলেছিলাম, আগে ভয়েজ দেই তারপর দেখি কেমন লাগে। একদিন আকাশ মাহমুদের স্টুডিওতে ভয়েজ দিলাম।
গানটিতে ভয়েজ দেওয়ার সময় সাগর দেওয়ান ভাই আমাকে খুব সহযোগিতা করলেন। মূলকথা পুরো টিমই আসলে আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। যে কারণে আমি আমার প্রিয় এই গানটিতে ঠিকঠাক মতো ভয়েজ দিতে পেরেছিলাম। এর আগে সাগর দেওয়ান ভাই, ইশান মজুমদারের কণ্ঠেও শুনেছি। শেষে এই গানটিও আমিও গাইলাম। খুব ভালো লাগছে। গানটি প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। আমি জানি যে অনেকেই আমার কণ্ঠে ফোক গান শুনতে চান। তাদের জন্যই এই গান। আশা করছি আপনারা সবাই গানটি উপভোগ করবেন।
এদিকে লুইপা একটু একটু করে স্টেজ শোতে নিয়মিত হয়ে উঠছেন। গতকালও রাজধানীর গুলশানের একটি শোতে সংগীত পরিবেশন করেছেন তিনি। লুইপার কণ্ঠে প্রকাশিত আলোচিত গানগুলো হলো ‘জেন্টলম্যান’, ‘রঙ্গিলা হাওয়া’, ‘ধীরে ধীরে’ ইত্যাদি। সিনেমাতে তার গাওয়া একমাত্র জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’। গানটি রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমার।