ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

গোলাম মোর্শেদের কথায় নতুন গান

প্রকাশিত: ২২:০৭, ৩০ অক্টোবর ২০২৪

গোলাম মোর্শেদের কথায় নতুন গান

গোলাম মোর্শেদ

গত কয়েক বছর ধরেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আগের মতো গানের জন্য পৃষ্ঠপোষকতা করছে না। নাটকেই তারা মনোযোগী। তবে এর মধ্যেও বসে নেই কণ্ঠশ্রমিকরা। নিজেদের উদ্যোগে অনেকেই নিয়মিত গান প্রকাশ করছেন। তাদের একজন সাঈদা শম্পা। প্রতিমাসেই একাধিক নতুন গান নিয়ে শ্রোতাদের সঙ্গে থাকছেন তিনি। সম্প্রতি মানাম আহমেদের সুর ও সংগীতে প্রকাশিত হয় ‘চাঁদনী রাইতে’ শিরোনামের একটি গান।

আগের গানের রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘ভুলতে গেলে’ । গোলাম মোর্শেদের কথায় এটির সুর করেছেন ‘ভব সিন্ধু’ এবং  সংগীতায়োজনে ছিল শামীম হাসান। এটি প্রকাশ হয়েছে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘আমার লেখা অনেক গান শম্পা গেয়েছে এবং গান জানালার ব্যানার থেকে বাজারে এসেছে । এর মধ্য থেকে শ্রোতাদের নজর কেড়েছে, এমন গানের সংখ্যা নেহায়েত কম নয় । তবে শম্পার গাওয়া গানগুলোর মধ্যে ‘ভুলতে গেলে’ গানটি আমার পছন্দের তালিকায় অনেক ওপরের দিকে এর জায়গা সন্দেহাতীত ভাবে।’

×