ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১

নতুন পরিচয়ে রেশমি

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৭ অক্টোবর ২০২৪

নতুন পরিচয়ে রেশমি

রেশমি মির্জা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী রেশমি মির্জা। সম্প্রতি নিউইয়র্কের উডসাইড কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় শিল্পী রেশমীকে সম্মাননা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক এ সংস্থার সাংস্কৃতিক সম্পাদকের পদও প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই। রেশমি বলেন, সংগীতের মধ্য দিয়ে মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই একজন শিল্পীর কাজ। আমাদের বর্তমান অশান্ত পৃথিবীতে এই শান্তিটুকু এখন খুব প্রয়োজন। সবারই উচিত নিজ কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের প্রতি, পৃথিবীর প্রতি দায়িত্ব পালন করা। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মটির মধ্য দিয়ে দেশের ও বিশ্বের নানা প্রান্তের মানুষের কল্যাণে যদি নিয়োজিত হতে পারি একজন শিল্পী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।

×