ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সাত বছর পর স্টেজে ফিরলেন কনকচাঁপা

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ৫ অক্টোবর ২০২৪

সাত বছর পর স্টেজে ফিরলেন কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। নব্বই দশকের প্লেব্যাকে দাপিয়ে বেড়ান তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে গত কয়েক বছর তিনি বাংলাদেশ টেলিভিশন,  বেতার থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রোগ্রাম থেকে বঞ্চিত হয়েছেন। এমনকি সারাদেশের স্টেজ প্রোগ্রামও করতে দেওয়া হয়নি তাকে। গত ৫ই আগষ্ট স্বৈরাচার সরকারের পতনের পর সবার মতো তিনিও ঘুরে দাঁড়ালেন। এরমধ্যে সাত বছর পর স্টেজেও ফিরলেন বলে জানান তিনি। 

কনকচাঁপা বলেন, ‘সাত বছর পর দেশের মাটিতে গান করার সুযোগ পেয়েছি। গল্ফ গার্ডেন আর্মি ক্লাবের এওয়ার্ড গিভিং সেরিমনিতে ছিল আমার একক সংগীত সন্ধ্যা। মনে হচ্ছে, সাত বছর নয় অনন্তকাল পর দেশের মাটিতে গান করেছি। কারণ একজন শিল্পীকে একদিন গান থেকে দুরে রাখা মানেই একটা বছর। সেদিক থেকে বলতে হচ্ছে অনন্তকাল পরে আমার দেশের স্টেজে ফেরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কালো তালিকা কোনো শিল্পীর জন্য কাম্য না। এটি করা কখনোই উচিত না। কিন্তু আমাদের বারবার এটি দেখতে হচ্ছে। একজন শিল্পী যে কোনো একটি দলকে সমর্থন করতেই পারেন। এটি তার নাগরিক অধিকার। কিন্তু তার জন্য তাকে কালো তালিকাবদ্ধ করতে হবে, এটি ঠিক না’

এদিকে শুধু স্টেজেই নয়, বাংলাদেশ টেলিভিশন ও বেতারেও গান করছেন কনকচাঁপা।  বিটিভির জন্য কয়েকটি নতুন দেশের গান করছেন তিনি। এছাড়া খুব শিগগির বেতারের জন্যও কণ্ঠ দেবেন জানান এই কণ্ঠ শ্রমিক।

বুলবুল/শহিদ

×