ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী দীপন

প্রকাশিত: ১৪:২১, ১৩ জুলাই ২০২৪

প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী দীপন

শিক্ষার্থীদের সঙ্গে  গিটারশিল্পী সাকীল মোহাম্মদ সাবির উদ্দীন (দীপন)।

বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জুরি বোর্ডের সম্মানিত প্রধান বিচারক হিসেবে বিচারকার্য সম্পন্ন করেন দেশ বরেণ্য গিটারশিল্পী সাকীল মোহাম্মদ সাবির উদ্দীন (দীপন)। ২৮ জুন এই বার্ষিক গিটার পরীক্ষায় প্রায় ১০০ জনের বেশি গীটার শিল্পী অংশগ্রহণ করেন। 

বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যার প্রতিষ্ঠাকাল ১৯৫৬ সাল, এবং এই প্রতিষ্ঠান থেকেই দেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম,মনির খান,অনুপমা মুক্তি, শহীদ করীর পলাশ সহ, নৃত্য, বাদ্যযন্ত্র এবং  সংস্কৃতির সকল সেক্টরে, যারা দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত এই সকল গুণীজনদের তৈরির প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। 

বুলবুল ললিত কলা একাডেমি অফ ফাইন আর্টসের মিরপুর -২ শাখা  ভবনে অত্যন্ত চমৎকারভাবে বিচার কার্যটি সম্পন্ন শেষে একাডেমির  প্রিন্সিপাল সর্বজন শ্রদ্ধেয় উচ্চাঙ্গসংগীত শিল্পী, সঙ্গীত গবেষক, সঙ্গীতজ্ঞ  মঙ্গলচন্দ্র মন্ডল প্রধান বিচারক সাকীল মোহাম্মদ দীপন কে সম্মানজনক সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন।

এসআর

×