ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

১০ পছর পর আবারও লন্ডন মাতাবেন জেমস

প্রকাশিত: ১৩:১২, ৪ ডিসেম্বর ২০২৩

১০ পছর পর আবারও লন্ডন মাতাবেন জেমস

জেমস 

‘নগর বাউল’ জেমস। বাংলাদেশসহ সারা বিশ্বে যে শিল্পীর কোটি কোটি ভক্ত। পৃথিবীর বিভিন্ন দেশে ভক্তদের মাতিয়ে রাখেন যিনি গানের জাদুতে। তবে বিগত ১০ বছর ধরে এই শিল্পী কনসার্ট করেননি লন্ডনে। এবার সে আশা ঘুচতে যাচ্ছে। 

জেমসের মুখপাত্র রবিন ঠাকুরের বরাতে জানা যায়, ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে অংশ নেবেন তিনি। এ ছাড়া ৮ ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন জেমস।

 আরও জানা যায়, সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। কনসার্টের আগেই সেখানকার প্রবাসী বাঙালিরা অপেক্ষায় রয়েছেন প্রিয় শিল্পীর গান শুনবেন বলে। জমজমাট একটি আয়োজন হবে বলেই ধারণা করা হচ্ছে।
 
এরইমধ্যে কনসার্টে অংশ নেওয়ার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তার দল। কনসার্ট শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তার। 

এবি 

×