ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

লোকাল প্রেমে তিনজন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

লোকাল প্রেমে তিনজন

মাসউদুর রহমান আদিত্যর গল্পে মঈন খান রুপির নাট্যরূপ ও পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘লোকাল প্রেম’। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শূটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। নাটকটিতে আখম হাসান অভিনয় করছেন আতিক চরিত্রে, সোহানা সুমী অভিনয় করছেন নদী চরিত্রে এবং সাব্বির আহমেদ অভিনয় করছেন রিপন চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘লোকাল প্রেম’ নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গল্পে নতুনত্ব আছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত হচ্ছে এই নাটকটি। আমি, আখম ভাই ও সুমী আমাদের তিনজনেরই মঞ্চে কাজ করার অভিজ্ঞতা আছে। যে কারণে আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমৎকার। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।

×