ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গাড়ি নিয়ে বের হলে আমাকে শুধু পুলিশ আটকায়: কারিনা কায়সার

প্রকাশিত: ১২:৫০, ২১ ডিসেম্বর ২০২৪

গাড়ি নিয়ে বের হলে আমাকে শুধু পুলিশ আটকায়: কারিনা কায়সার

অভিনেত্রী কারিনা কায়সার

বাবার পরিচয় ব্যবহার করার সম্পর্কে অকপট মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কায়সার। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, কখনো কখনো তিনি তার বাবার পরিচয় ব্যবহার করতে বাধ্য হন।  

কারিনা বলেন, “হ্যাঁ, আমি বলি ‘জানেন আমার আব্বু কে’। বিশেষ করে যখন গাড়ি নিয়ে ঝামেলায় পড়ি। আমি জানি না, আমাকে কী চোরের মতো দেখতে লাগে। কারণ, আমি যখনই গাড়ি নিয়ে বের হই, পুলিশ আমাকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন আমি বাবার কথা বলি, এমনকি তাকে ফোনও দিই।”  

তিনি আরও বলেন, “আমি সব সময় সঠিক নিয়ম মেনে গাড়ি চালাই। অথচ আমাকে প্রায়ই থামিয়ে প্রশ্ন করা হয়। তখন খুব খারাপ লাগে। যারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদের না ধরে আমাকে কেন ধরা হয়? তখনই বাবার পাওয়ার ব্যবহার করতে হয়।”  

এমন মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার সাহসিকতার প্রশংসা করলেও অনেকে বিষয়টিকে নেপোটিজমের উদাহরণ হিসেবে দেখছেন।  

কারিনা কায়সার জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিখ্যাত ক্রীড়াবিদ কায়সার হামিদের মেয়ে। বাবার পরিচয় নিয়ে সমালোচনার মুখেও তার স্বীকারোক্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আশিকুর রহমান

×