স্কুইড গেম সিরিজের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আগামী ২৬ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় কিস্তি। গত ২০ সেপ্টেম্বর স্কুইড গেমের নতুন সিজনের একটি স্পেশাল টিজার মুক্তি দিয়েছিলো নেটফিক্স। এবার মুক্তি দিল অফিসিয়াল টিজার। শুক্রবার (১ নভেম্বর) ইউটিউবে মুক্তির পরপরই নেট মাধ্যমে সাড়া জাগিয়েছে ১ মিনিট ৫২ সেকেন্ডের স্কুইড গেম-টু এর টিজারটি। এখন পর্যন্ত ইউটিউবে ১৪ মিলিয়ন ভিউ অর্জন করেছে টিজারটি। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও মূল ভূমিকায় সং জি-হান, যে চরিত্রে আছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি চুং-চে।
জীবনযুদ্ধে হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মিত সিরিজ স্কুইড গেম। প্রথম সিজনেও ছিল ৪৫৬ জনের একটি দল। যারা ছিল ঋণের চাপে পিষ্ট, তারা বিশাল অঙ্কের নগদ পুরস্কারের জন্য মরিয়া হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে। প্রথম সিজনের চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন দক্ষিণ কোরিয়ান নির্মাতা হোয়াং দং-হিউক। এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এবার নেটফ্লিক্সে আসছে এই জনপ্রিয় সিরিজের দ্বিতীয় কিস্তি, যা আগামী ২৬ ডিসেম্বর মুক্তি পাবে।
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হিসেবে বিবেচনা কর হয় স্কুইড গেইমকে। ২০২১ সালে প্রকাশের পর ১.৬ বিলিয়ন ঘণ্টা ভিউ নিয়ে শীর্ষে রয়েছে এই সিরিজটি।
সিরিজটি নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও রয়েছে। এর আগে ২০২৪ সালে বলিউডে ‘লাক’ ছবির নির্মাতা সোহম শাহের দাবি করেন নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ লাক-এর ভাবনা চুরি করে তৈরি! এর ভিত্তিতে স্ট্রিমিং জায়েন্টের নামে আদালতে মামলা ঠুকেছেন সোহম। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয়, ‘এই দাবির কোনও ভিত্তি নেই। স্কুইড গেমটি হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত এবং তিনিই লিখেছেন এবং আমরা এই বিষয়টি জোরালোভাবে রক্ষা করতে চাই’। উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেতা ইমরান খান, সঞ্জয় দত্ত, রবি কিষণ অভিনীত 'লাক'।
নাহিদা