ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মোশাররফ করিমের ‘বোয়াল মাছের ঝোল’

প্রকাশিত: ১০:০৪, ৪ নভেম্বর ২০২৪

মোশাররফ করিমের ‘বোয়াল মাছের ঝোল’

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ

মজার-হাসির বা সিরিয়াসসহ বিভিন্ন চরিত্রে কাজ করেছেন অভিনেতা মোশরারফ করিম। প্রথমবারের মত কাজ করেছেন অ্যান্থলজি সিরিজে।

‘আধুনিক বাংলা হোটেল’ নামের সিরিজটি প্রচার হবে চরকিতে। তিন সপ্তাহে তিন পর্বে প্রচারিত হবে সিরিজটি। 

‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটি নির্মিত হয়েছে শরীফুল হাসানের ছোট গল্প থেকে। লেখকের তিনটি গল্প থেকে বানানো হয়েছে তিনটি সিরিজ। তার মধ্যে ‘বোয়াল মাছের ঝোল’ –এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও গাজী রাকায়েত।

মোশারফ বলেছেন, খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে এটা তার ভাবনাতেই ছিল না। দর্শকরা সিরিজটি দেখে বিস্মিত হবেন বলে মনে করেন তিনি।
মোশারফ করিম বলেন, "সিরিজে আমার চরিত্রগুলোতে দেখা–অদেখার মিশ্রণ রয়েছে। চরিত্রগুলোর কিছু বৈশিষ্ট আমাদের আশেপাশের মানুষের মধ্যে পাওয়া যায়। আবার কিছু বৈশিষ্ট অদেখা। কিছু বিষয় আছে বাইরে থেকে বোঝা যায়। কিন্তু তার মনের মধ্যে যা চলছে, সেটি বোঝার উপায় থাকে না, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এমন বিষয় আনতে হয়েছে সিরিজটির অভিনয়ে।
‘বোয়াল মাছের ঝোল’ ভূতের গল্প হলেও হুটহাট ভৌতিক সাউন্ড ব্যবহার বা জাম্পস্কেয়ার ব্যবহার না করে এখানে ভয় দেখানো হয়নি। নির্মাতা বরং মনোযোগ দিয়েছেন সংলাপে। ‘আমি এই গ্রামেরই ছওয়াল না, আমার একটা দায়িত্ব আছে না’, মোশাররফ করিমের কণ্ঠে এমন আরও কয়েকটি সংলাপ মনে থেকে যাবে।
গত ৯ জুলাই ‘আধুনিক বাংলা হোটেল’ প্রজেক্টে চুক্তিবদ্ধ হন মোশারফ করিম। এরপর টানা দুই মাস ধরে দেশের বিভিন্ন জায়াগায়র দৃশ্যধারণের কাজ চলেছে।

সিরিজের বিভিন্ন পর্বে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, নিদ্রা নেহাসহ আরও অনেকে।

বাংলা খাবারকে তুলে ধরে লোকাল মিথলজি, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল হররের সংমিশ্রণে একটি অ্যান্থোলজি সিরিজ তৈরি করা হয়েছে। প্রতিটি গল্পেই একটা করে লোকাল বাংলা খাবার পরিবেশিত হবে।

তাজিন

×